Header Ads

বিয়ে আর বাবা হওয়ার নতুন সুখবর দিলেন জেমস

 


ব্রেকিং নিউজ ২৫:

বাংলা রক সঙ্গীতের আইকন নগরবাউল জেমস আবারও বাবা হয়েছেন। তাঁর স্ত্রী বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক নামিয়া আমিনের কোলে এসেছে এক পুত্র সন্তান। সন্তানের নাম রাখা হয়েছে জিবরান আনাম। বাবা হওয়ার অনুভূতি জানিয়ে জেমস বলেন, “এটা অসাধারণ, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দিয়েছেন।”

২০১৪ সালে দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদের সঙ্গে বিচ্ছেদের পর প্রায় এক দশক একাই ছিলেন জেমস। ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে পরিচয় হয় নামিয়ার সঙ্গে। তখনই তাদের পরিচয় থেকে শুরু হয় নতুন যাত্রা। নামিয়া তখনো জানতেন না যে যার সঙ্গে কথা বলছেন, তিনি বাংলাদেশের ‘গুরু’ জেমস।

এক বছর পর, ২০২৪ সালের ১২ জুন পরিবার-পরিজন নিয়ে ঢাকায় বিয়ে করেন তারা। তারপর ২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের একটি হাসপাতালে জন্ম নেয় জিবরান আনাম। জন্মের সময় বাবা জেমসসহ পরিবারের সদস্যরা পাশে ছিলেন। যুক্তরাষ্ট্রে এক মাস কাটিয়ে সন্তান নিয়ে দেশে ফিরেছেন তারা।

নামিয়ার জন্ম যুক্তরাষ্ট্রে, তিনি জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন। বিয়ের পর নিজের নামের সঙ্গে ‘আনাম’ যুক্ত করেছেন তিনি।

ব্যক্তিজীবনে জেমসের এটি তৃতীয় সংসার। প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী রথি। ১৯৯১ সালে বিয়ে করে ২০০৩ সালে বিচ্ছেদ হয় তাদের। সেই সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। দ্বিতীয় সংসারে একটি কন্যা আছে।

নায়কোচিত ক্যারিয়ারের পাশাপাশি জীবনের এই নতুন সুখবর এখন আনন্দ নিয়ে এসেছে গুরু জেমসের পরিবারে। তাঁর ভক্তরাও উচ্ছ্বসিত এই খবরে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.