উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ কি আসলেই নির্বাচনে অংশ নিচ্ছেন?
ব্রেকিং নিউজ ২৫:
অন্তর্বর্তী সরকারে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে শপথ নেওয়া দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ আসন্ন নির্বাচনে অংশ নেবেন কি না, সেটি এখন রাজনৈতিক অঙ্গনের আলোচনার অন্যতম বিষয়।
আসিফ মাহমুদ আগেই জানিয়েছেন তিনি নির্বাচনে দাঁড়াতে আগ্রহী। তবে তিনি স্বতন্ত্র হবেন নাকি কোনো দলের প্রার্থী, সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত করেননি বলে বিবিসি বাংলাকে বলেছেন।
অন্যদিকে, এনসিপির একটি সভায় কয়েকদিন আগে মাহফুজ আলমের ভাই মাহবুব আলম বলেন, তিনিও নির্বাচনে প্রার্থী হতে পারেন।
এ সময় বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি তুলে ধরেন। ঠিক সেই সময় গণমাধ্যমে প্রকাশিত খবর বলছে, সরকারের উচ্চপর্যায় থেকে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় দুই উপদেষ্টাকে পদত্যাগের ইঙ্গিত দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্রের দাবি, নির্বাচন ঘিরে জটিল সমীকরণের কারণে তারা আপাতত পদত্যাগের কথা ভাবছেন না।
জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগের শাসন পতনের পর যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, সেখানে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে এই দুজনসহ মোট তিনজন উপদেষ্টা দায়িত্ব পান। তাদের একজন নাহিদ ইসলাম ইতিমধ্যেই পদত্যাগ করে আন্দোলননেতাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন।
নাহিদের বিদায়ের পর শিক্ষার্থী উপদেষ্টাদের প্রভাব কিছুটা কমে এসেছে। ফলে যদি বাকি দুজনও সরে দাঁড়ান, তাহলে সরকারের সাথে এনসিপির সম্পর্কেও টানাপোড়েন দেখা দিতে পারে বলে শঙ্কা রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে।
কোন মন্তব্য নেই